(প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২১। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্ম এর ভ্যাকসিন আমদানী ও যৌথ উৎপাদনের পাশাপাশি ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড আমদানিতে প্রচেষ্টা থাকতে হবে বাংলাদেশের। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোভিশিল্ড এর দ্বিতীয় ডোজ টিকা নিতে দেশে এখনো কয়েক লাখ মানুষ অস্থিরতার সাথে অপেক্ষা করছেন। তিনি বলেন, এখন প্রমান হলো বিকল্প উৎস না রেখে শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির সিদ্ধান্ত ভুল ছিলো। আন্তর্জাতিক টিকা কূটনীতিতে অদূরদর্শীতার পরিচয় দিয়েছিলো বাংলাদেশ। বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশের অভ্যন্তরে গ্লোব বায়েটেক এর বঙ্গভ্যাক্স-কে সর্বাত্মক সহযোগিতা দেয়া হলে এ মুহুর্তে দেশীয় উৎস থেকে তৈরী টিকা পাওয়ার উজ্জল সম্ভাবনা থাকতো। সে বিষয়ে যথাযথ ব্যবস্থা এখনো নেয়া যায়। করোনা টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা সেটা স্পষ্ট নয়। টিকার বিষয়ে জনগণ বিস্তারিত জানতে চায়।

খন্দকার দেলোয়ার জালালী

জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২।


You may also like

Page 13 of 14