কিভাবে মাসিক চাঁদা পরিশোধ করবেন ?
ম্যানুয়াল পেমেন্ট বিকাশের মাধ্যমে দেয়া যাবে কিংবা জাতীয় পার্টির ডিজিটাল অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে কোন সদস্য মোবাইল ওটিপি কোডের সাহায্যে লগইন করে ঘরে বসে যে কোন ব্যাংকের ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ড এবং বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পার্টির মাসিক চাঁদা/অনুদান পরিশোধ করলে স্বয়ংক্রিয়ভাবে ঘরে বসেই পেয়ে যাবেন চাঁদা পরিশোধের ডিজিটাল রশীদ এবং মোবাইল এসএমএস ।
ম্যানুয়াল বিকাশ পেমেন্ট
- আপনার বিকাশ একাউন্টের পেমেন্ট অপশন এ গিয়ে 01958368820 এই নাম্বার কিংবা আপনার বিকাশ অ্যাপস থেকে নিচের কিউয়ার কোড স্ক্যান করে, কাউন্টার নাম্বার ১ দিয়ে আপনার মাসিক চাঁদা দিতে পারবেন ।
জাতীয় পার্টি ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে চাঁদা পরিশোধের নির্দেশিকাঃ
১/ প্রথমে জাতীয় পার্টি ডিজিটাল অটোমেশন সফটওয়্যারের লগইন করতে হবে লিংক https://jatiyoparty.org.bd/app/signin
এই লিংকে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন বাটনে ক্লীক করুন , এরপর আপনার দেয়া নাম্বার যদি সঠিক হয় তবে সেই নাম্বার ওটিপি কোড যাবে , ওটিপি কোড লিখে জমা দিন বাটনে ক্লীক করলে আপনার ইউজার একাউন্টে প্রবেশ করতে পারবেন ।