
(সংবাদ বিজ্ঞপ্তি) ঢাকা- ১৬ মার্চ,বৃহস্পতিবার, ২০২৩।
আগামী ২০ মার্চ, সোমবার,২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর শুভ জন্মদিন। এ উপলক্ষ্যে ২০ মার্চ সকাল ০৯ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত পল্লীবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন ও বিকেল ৩টায় বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান এবং ২২ মার্চ, বুধবার বিকেল ০৩ টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিতব্য আলোচনা সভাকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে আজ ১৬ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি’র সভাপতিত্বে উক্ত মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- এড.শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, নাজমা আখতার এমপি, জহিরুল ইসলাম জহির, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা- নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান- মোঃ আরিফুর রহমান খান, মোঃ জাহাঙ্গীর আলম পাঠান, আমিরুদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব- মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক- নির্মল দাস, লিয়াকত হোসেন চাকলাদার, সম্পাদক মন্ডলীর সদস্য- সুলতান মাহমুদ, আহাদ ইউ চৌধুরী শাহিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- মোঃ আখতার হোসেন দেওয়ান, এম.এ. ছোবহান, মাহমুদ আলম, আক্তারুজ্জামান খান, এড.আব্দুর রশিদ, মীর সামসুল আলম লিপটন, মাসুদুর রহমান চৌধুরী, জামাল উদ্দিন, আলাউদ্দিন আহমেদ, জাহিদুল ইসলাম জায়েদ, মোড়ল জিয়াউর রহমান, মোঃ জাকির হোসেন, জাকের হোসেন জাকের, সুজন, রফিকুল ইসলাম রাজন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি- আল মামুন, সাধারণ সম্পাদক- আশরাফুল ইসলাম খান প্রমূখ। সভায় উপস্থিত কেন্দ্রীয় এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগামী ২০ ও ২২ মার্চে প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর জন্মদিন উপলক্ষে নেয়া কর্মসূচিকে কার্যকরভাবে সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্নক সহযোগীতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তা প্রেরক- (মাহমুদ আলম) যুগ্ম দফতর সম্পাদক, জাতীয় পার্টি।