প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা, শনিবার, ০৯ জুলাই- ২০২২।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ শোক বার্তায় তিনি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি জাপানের শোকার্ত জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে’র ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তাঁর নেতৃত্বে জাপান হয়েছিলো বাংলাদেশের অনন্য উন্নয়ণ সহযোগী। তিনি বলেন, বাংলাদেশের এমন অকৃত্রিম বন্ধুর মৃত্যুর সংবাদ মেনে নেয়া যায় না। একই সাথে শিনজো হত্যায় নিন্দা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

খন্দকার দেলোয়ার জালালী

জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি – ০২।