Terms & Conditions:
জাতীয় পার্টির সদস্য পদ
সদস্য হওয়ার যোগ্যতা
উপ-ধারা
১. ১৮ বৎসর বা ততোধিক বয়সের যে কোনো প্রকৃত ও সৎ বাংলাদেশি নাগরিক জাতীয় পার্টির প্রাথমিক সদস্য হইতে পারিবেন। প্রার্থী হইতে ইচ্ছুক ব্যক্তিদের সংগঠনের ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও কর্মসূচির প্রতি অবশ্যই আনুগত্য ঘোষণা করিতে হইবে।
২. আবেদনকারীকে সংগঠনের সুনির্দিষ্ট রসিদের বিনিময়ে ধার্যকৃত প্রাথমিক সদস্যপদ চাঁদা প্রদান করিয়া সংগঠনের নির্ধারিত আবেদনপত্রে আবেদন করিতে হইবে।
৩. প্রত্যেকটি শাখা অফিস আঞ্চলিক সদস্যদের তালিকা সংরক্ষণ করিবে। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সর্বমোট সদস্য সংখ্যা, সদস্যদের নাম ও ঠিকানাসমূহ বিধিসম্মতভাবে সংরক্ষিত হইবে।
৪. অন্য কোনো রাজনৈতিক দল হইতে কোনো ব্যক্তি জাতীয় পার্টিতে যোগ দিতে চাহিলে প্রথমে তাহাকে পূর্বের দল হইতে পদত্যাগ করিয়া উহার প্রমাণ দেখাইতে হইবে।
ধারা ৭
সদস্য হওয়ার অযোগ্যতা
উপ-ধারা
১. বাংলাদেশের আইনানুগ নাগরিক নন এমন কোনো ব্যক্তি জাতীয় পার্টির সদস্য হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হইবেন।
২. গোপন সশস্ত্র রাজনীতিতে বিশ্বাসী ও সক্রিয়ভাবে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অখণ্ডতাবিরোধী ও গণবিরোধী কোনো ব্যক্তিকে জাতীয় পার্টির সদস্যপদ দেওয়া হইবে না।
৩. অপ্রকৃতিস্থ ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কোনো ব্যক্তি জাতীয় পার্টির সদস্যপদ লাভের জন্য বিবেচিত হইবেন না।
৪. যদি অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হনÑ তাহা হইলে জাতীয় পার্টির সদস্য হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হইবেন।
ধারা-৮
সদস্য পদ বাতিল
উপধারা
এই ধারা বলে কোনো সদস্যের পদ বাতিলযোগ্য হইবে যদি
১. তাহার বিরুদ্ধে আনীত সংগঠনের শৃঙ্খলা, আদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়।
২. তিনি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন।
৩. তিনি অপ্রকৃতস্থ প্রমাণিত হন।
৪. জাতীয় পার্টি কর্তৃক মনোনীত কোনো সংসদ সদস্য নির্বাচিত হইবার পর অন্য যে কোনো রাজনৈতিক দলে যোগদান করিলে অথবা যোগদান না করিয়া প্রেসিডিয়ামের সাথে আলোচনা সাপেক্ষে পার্টি চেয়ারম্যানের লিখিত অনুমোদন ছাড়া অন্য কোনো দলীয় সরকারের যে কোনো পদ গ্রহণ করিলে (মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, চিফ হুইপ, হুইপ এবং সরকার কর্তৃক যে কোনো মনোনীত পদ) তাহার প্রাথমিক সদস্য পদ বাতিল বলিয়া গণ্য হইবে।
ধারা-১১
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
২৯৯ সদস্যবিশিষ্ট
উপ-ধারা
১. জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি হইবে পার্টির নির্বাহী ক্ষমতার অধিকারী এবং নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের কেন্দ্রীয় কমিটি। ইহা সংক্ষেপে কেন্দ্রীয় কমিটি নামে অভিহিত হইবে।
২. জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠন নিম্নরূপ হইবে। ২৯৯ জন সদস্য সমন্বয়ে এ কমিটি গঠিত হইবে।
৩. কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিন্যাস নিম্নরূপ ২৯৯ সদস্যবিশিষ্ট
১। চেয়ারম্যান -- ১ জন
২। প্রেসিডিয়াম -- ৪১ জন
৩। মহাসচিব -- ১ জন
৪। ভাইস চেয়ারম্যান -- ৪১ জন
৫। যুগ্ম মহাসচিব -- ১৬ জন
৬। সাংগঠনিক সম্পাদক -- ৩১ জন
৭। বিভাগীয় সম্পাদক -- ২৩ জন
৮। য্গ্মু সাংগঠনিক সম্পাদক -- ৩১ জন
৯। যুগ্ম বিভাগীয় সম্পাদক -- ২৪ জন
১০। নির্বাহী সদস্য -- ৯০ জন
৪. কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাগণ নিম্নরূপ :
১। চেয়ারম্যান -- ১ জন
২। প্রেসিডিয়াম -- ৪১ জন
৩। মহাসচিব -- ১ জন
৪। ভাইস চেয়ারম্যান -- ৪১ জন
সম্পাদকমণ্ডলী :
৫। যুগ্ম মহাসচিব -- ১৬ জন
৬। সাংগঠনিক সম্পাদক -- ৩১ জন
বিভাগীয় সম্পাদকমণ্ডলী :
৭। কোষাধ্যক্ষ -- ১ জন
৮। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক -- ১ জন
৯। দপ্তর সম্পাদক -- ১ জন
১০। কৃষি বিষয়ক সম্পাদক -- ১ জন
১১। সমবায় বিষয়ক সম্পাদক -- ১ জন
১২। ক্রীড়া বিষয়ক সম্পাদক -- ১ জন
১৩। সংস্কৃতি বিষয়ক সম্পাদক -- ১ জন
১৪। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক -- ১ জন
১৫। আইন বিষয়ক সম্পাদক -- ১ জন
১৬। যুব বিষয়ক সম্পাদক -- ১ জন
১৭। শ্রম বিষয়ক সম্পাদক -- ১ জন
১৮। শিল্প বিষয়ক সম্পাদক -- ১ জন
১৯। ধর্ম বিষয়ক সম্পাদক -- ১ জন
২০। মহিলা বিষয়ক সম্পাদিকা -- ১ জন
২১। পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক -- ১ জন
২২। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -- ১ জন
২৩। এন.জি.ও. বিষয়ক সম্পাদক -- ১ জন
২৪। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক -- ১ জন
২৫। সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক -- ১ জন
২৬। শিক্ষা বিষয়ক সম্পাদক -- ১ জন
২৭। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক -- ১ জন
২৮। প্রাদেশিক বিষয়ক সম্পাদক -- ১ জন
২৯। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক -- ১ জন
বিভাগীয় যুগ্ম সম্পাদকমণ্ডলী :
৩০। যুগ্ম সাংগঠনিক সম্পাদক : --৩১ জন
৩১। যুগ্ম কোষাধ্যক্ষ -- ১ জন
৩২। যুগ্ম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক -- ১ জন
৩৩। যুগ্ম দপ্তর সম্পাদক -- ২ জন
৩৪। যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক -- ১ জন
৩৫। যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক -- ১ জন
৩৬। যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক -- ১ জন
৩৭। যুগ্ম সংস্কৃতি বিষয়ক সম্পাদক -- ১ জন
৩৮। যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক -- ১ জন
৩৯। যুগ্ম আইন বিষয়ক সম্পাদক -- ১ জন
৪০। যুগ্ম যুব বিষয়ক সম্পাদক -- ১ জন
৪১। যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক -- ১ জন
৪২। যুগ্ম শিল্প বিষয়ক সম্পাদক -- ১ জন
৪৩। যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক -- ১ জন
৪৪। যুগ্ম মহিলা বিষয়ক স¤পাদিকা -- ১ জন
৪৫। যুগ্ম পরিবার পরিকল্পনা ও
জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক -- ১ জন
৪৬। যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -- ১ জন
৪৭। যুগ্ম এন. জি. ও বিষয়ক সম্পাদক -- ১ জন
৪৮। যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক -- ১ জন
৪৯। যুগ্ম সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক -- ১ জন
৫০। যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক -- ১ জন
৫১। যুগ্ম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক -- ১ জন
৫২। যুগ্ম প্রাদেশিক বিষয়ক সম্পাদক -- ১ জন
৫৩. নির্বাহী সদস্য -- ৯১ জন
৫. সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা/মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্যভুক্ত হইবেন। তাঁহারা ২৯৯ জন সদস্যের অতিরিক্ত থাকিবেন। ইহা ব্যতিত পার্টির চেয়ারম্যান কেন্দ্রীয় সদস্য অন্তর্ভুক্ত করিতে পারিবেন।
শর্ত থাকে যে, উপরোক্ত সকল কমিটিসমূহ গঠনে ন্যূনতম ৩৩% সদস্যপদ মহিলা সদস্য দ্বারা পূরণ করার প্রয়াস থাকিতে হইবে। তবে আপাতত ৩৩% সদস্যপদ মহিলা সদস্য দ্বারা পূরণ বাধ্যতামূলক নয়।
৬. কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সকল সদস্য এবং পদাধিকার বলে অন্তর্ভুক্ত ওই কমিটির সদস্য সমন্বয়ে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাÑ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘বর্ধিত সভা’ হিসাবে গণ্য হইবে।
৭. জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি যে কোনো কারণে বিলুপ্ত হইলে বা ভাঙ্গিয়া দেওয়া হইলে সে ক্ষেত্রে পার্টির চেয়ারম্যান পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত বহাল থাকিবেন।
৮. কমিটি কোনো কারণে ভাঙ্গিয়া দেওয়া হইলে বা অন্য কোনো কারণে নির্বাচিত কমিটি না থাকিলে পরবর্তীতে যথাসময়ে নির্বাচন করিয়া কমিটি গঠনের পূর্ব পর্যন্ত কাজ চালাইয়া যাওয়ার জন্য চেয়ারম্যান একটি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করিবেন। উল্লেখ্য যে, সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের তারিখ হইতে ৪ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করিবেন।